29 C
Kolkata
August 2, 2025
দেশ

মধ্যপ্রদেশে বাস খাদে পড়ে মৃত ২২

ইন্দোর, ৯ মে: মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস। রাজ্যের খারগোন জেলায় ঘটেছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জন যাত্রীর। ইন্দোরগামী বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন আছেন।

আহত ও নিহতদের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের শিবরাজ সিং চৌহানের সরকার মৃতদের পরিবার পিছু চার লক্ষ, গুরুতর আহতদের ৫০ হাজার ও সামান্য আঘাতপ্রাপ্তদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারও আর্থিক সাহায্য ঘোষণা করেছে। খবরে প্রকাশ, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

Related posts

Leave a Comment