November 2, 2025
Featured বিদেশ

ভূমিকম্পে অন্তত ৫৬ জনের মৃত্যু, ৭০০জন আহত, কোথায় জানুন

সংবাদ কলকাতা, ২১ নভেম্বর: কেঁপে উঠল এলাকা। অন্তত ৫৬ জনের মৃত্যু। আহত ৭০০ জনের বেশি মানুষের। ঘটনাস্থল ইন্দোনেশিয়ার জাভা। রিক্টর স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৬। মনে হচ্ছে মৃত ও আহতের সংখ্যা ক্রমে বাড়বে।

ইন্দোনেশিয়া মিডিয়া সূত্রে খবর, ভয়াবহ পরিস্থিতি। একের পর এক দোকান, হাসপাতাল, বোর্ডিং স্কুল সব ভেঙে পড়েছে। হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের বাইরে চলছে চিকিৎসা। পর পর অ্যাম্বুল্যান্স আসছে হাসপাতালে। চারদিকে শুধুই কান্না।

ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের মতে, দেশের পশ্চিম জাভা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

Related posts

Leave a Comment