November 2, 2025
রাজ্য

ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই হানা, বাঁকুড়া থেকে গ্রেফতার ৬

সংবাদ কলকাতা: ভবানীপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই CBI সেজে ডাকাতি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজার। বাঁকুড়া থেকে গ্রেফতার ৬ জন।

গত সোমবার সকাল আটটা নাগাদ ভবানীপুর BHABANIPUR থানা এলাকার রূপচাঁদ মুখার্জি লেনে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ওই ভুয়ো সিবিআইয়ের দল। প্রথমে সিবিআই পরিচয় দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। জিএসটি GST ফাঁকি দেওয়ার নাম করে ব্যবসায়ী সুরেশ ওয়াধ‌ওয়ার বাড়ি তল্লাশি শুরু করে। সে সময় ওই ব্যবসায়ীকে ভুয়ো ওয়ারেন্ট দেখানো হয় বলে অভিযোগ।

ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা নগদ ও ৮ লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়ে গাড়ি করে চম্পট দেয় ভুয়ো সিবিআইয়ের দল। সন্দেহ হওয়ায় ভবানীপুর থানায় অভিযোগ করে ওই ব্যবসায়ী।

ঘটনার তদন্তে নামে পুলিস। লালবাজারের গোয়েন্দারা সিসি টিভির CCTV ফুটেজ দেখে প্রথমে গ্রেফতার করে টলিউড প্রযোজক ও তার গাড়ির চালককে। ধৃতদের নাম হল রঞ্জন চৌধুরী এবং সন্তু মোল্লা। তারা দুজনেই হরিদেবপুরের বাসিন্দা। এরপর বুধবার বাঁকুড়া থেকে আর‌ও ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল নুর নবি শেখ, সিকান্দার আলিমুদ্দিন দেওয়ান, সুরেশ খান, শেখ সাবির ওরফে খোকন, রাজিব আলি ও বাবান কর্মকার।

লালবাজার জানিয়েছে, বাবানের বাড়ি বেলঘরিয়া থানা এলাকার ফিডার রোডে। বাকি ৫জন বাঁকুড়ার বাসিন্দা। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয়। বিচারক ৬ জনকেই ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related posts

Leave a Comment