সংবাদ কলকাতা: পাটুলিতে বেঙ্গল ফোটোগ্রাফি ফোরাম থেকে বিজয়া সম্মেলন, ক্যামেরা এবং AI নিয়ে বিস্তর আলোচনা।
ফটোগ্রাফিকে কেন্দ্র করে সবাই ফোটোগ্রাফার, ফোনে ফটো তোলা যায় এমন ফোন বোধহয় গ্রাম থেকে শহর প্রতিটি ঘরে রয়েছে। অনেকের কাছে রয়েছে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা বা আরও বিভিন্ন ধরনের ক্যামেরা।ফেসবুক এবং ইউটুব জামানায় কার কত ফলোয়ার্স,লাইক, ভিউ, তার কম্পিটিশন থাকে তুঙ্গে। এই কথা মাথায় রেখে ১৯শে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে তে ২০১৯ সালে বেঙ্গল ফোটোগ্রাফি ফোরাম তৈরি হয়েছিল। উদ্দেশ্য একই ছাদের তলায় সবাইকে একত্রিত করা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ফটোগ্রাফি চর্চা করা।
পুজোর পরেই এই ফোরাম বিজয়া সম্মেলনির সাথে ফটোগ্রাফি নিয়ে চর্চা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছিলো ।এই প্রোগ্রামে আজকের দিনে ক্যামেরা বা লেন্স ব্যবহারের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে বিস্তর আলোচনা ছিলো। AI (Artificial intelligence) নিয়ে দীর্ঘ ক্ষণের আলোচনা ছিলো।
যেসব বড়ো বড়ো ইনস্টিটিউট আছে ফটোগ্রাফি শেখায় তাদের যা ফী সেগুলো দেয়ার মত সকলের ক্ষমতা থাকে না।যারা ফটোগ্রাফি করে তাদের সবারই ফটোগ্রাফি শেখা উচিৎ।এই ফোরাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ওয়ার্কশপ করায় যাতে সবাই ফটোগ্রাফি শিখতে পারে ।
বেঙ্গল ফোটোগ্রাফি ফোরাম যে ওয়ার্কশপ গুলো করে থাকে canon এবং panasonic-এর মত ক্যামেরা কোম্পানিগুলো দীর্ঘ সময় নিয়ে ওয়ার্কশপ গুলো করায়। বছরে কয়েকবারই এই ফোরাম ওয়ার্কশপ করায়,যুগের সাথে সাথে টেকনোলজির পরিবর্তন হয় সেগুলোর সাথে পরিচয় করায়। যাতে এই ফোরামের সদস্যদের কোন দিক থেকে যাতে অসুবিধা না হয়। ফটোগ্রাফি ছাড়াও সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে এই ফোরাম।
next post