সংবাদ কলকাতা: আসানসোল জেলে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করায় আসানসোল জেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয় অনুব্রত মন্ডলকে। উল্লেখ্য, গত প্রায় ছ’মাসের বেশী সময় ধরে জেল বন্দী আছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। কিন্ত সম্প্রতি তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। একথা নিজেই জানান অনুব্রত মন্ডল।
এদিন বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অনুব্রত মন্ডল। ডাক্তাররা অবশ্য জানান তার রুটিন চেক আপের সময়ও হয়েছে। জেল বন্দী প্রতিটি কয়েদীকে দুমাস অন্তর রুটি চেক আপ করাতে হয়। সেই মত অনুব্রতর রুটিন চেক আপের সময় হয়েছে।