33 C
Kolkata
August 2, 2025
দেশ

বিহারে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ২০, অসুস্থ বহু

পাটনা: বিহারে বিষমদ খেয়ে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও অসুস্থ বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে বিহারের সারানের মারহউরা সাব ডিভিশনের মাসকারা ব্লকে। এই ঘটনায় তোলপাড় বিহারের রাজ্য রাজনীতি। বিষমদ কাণ্ডকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠে বিহার বিধানসভা। বিজেপি বিধায়কদের বাক্যবাণে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

উল্লেখ্য, বিহারে ২০১৬ সালে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু তারপরও বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। প্রশ্ন উঠেছে, বেআইনি মদ বিক্রি রোধে ব্যর্থ নীতিশ কুমারের প্রশাসন।

Related posts

Leave a Comment