29 C
Kolkata
August 2, 2025
দেশ

বিহার পিএসসি পরীক্ষায় ব্যাপক কারচুপি, আমরণ অনশনে পিকে

কাঠগড়ায় বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি। পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ নানা কারচুপির অভিযোগ। এবার সেই পরীক্ষা বাতিল এবং দ্বিতীয়বার পরীক্ষার দাবিতে অনশনে বসছেন জন সুরাজ পার্টির প্ৰতিষ্ঠাতা তথা ভটকুশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত জানিয়েছেন, এই কারচুপির প্রতিবাদে আমরণ অনশনে বসব, যতদিন পর্যন্ত না দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়, ততদিন অনশন চালিয়ে যাবো।

পশ্চিমবঙ্গের পরেই এবার সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতিতে উত্তাল বিহার সরকার। গত দু’সপ্তাহ ধরে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। ১৩ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান।

যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে মাঠে নেমে পড়েছেন পিকে। গত রবিবার রাতে প্রশান্ত কিশোরের নেতৃত্বে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে পদযাত্রা বের করেন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোতে থাকলে তাঁদের আটকাতে শক্তি প্রয়োগ করে পুলিশ। প্রথমে জলকামান ও পরে পড়ুয়াদের উপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়। রাস্তায় ফেলে পড়ুয়াদের বেলাগাম মারধর করা হয়। এই ঘটনাতেই প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

তবে এই ঘটনার পরে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন পিকে। সোমবার তিনি জানান, ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন। তার মধ্যে যদি সরকার এই পরীক্ষা বাতিলের জন্য কোনও পদক্ষেপ না করে তাহলে আরও জোরালো প্রতিবাদ করবেন। তারপরেই বৃহস্পতিবার আমরণ অনশনের ঘোষণা করলেন পিকে। তিনি জানান, ‘আগের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক। এছাড়াও যেসমস্ত আধিকারিকরা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে।’­

Related posts

Leave a Comment