15 C
Kolkata
January 15, 2025
দেশ

বিবিসির তথ্যচিত্র দিয়ে দেশজুড়ে বিভেদের চক্রান্ত, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

সংবাদ কলকাতা: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা থেকে পাওয়া যাচ্ছে একটি আন্তর্জাতিক চক্রান্তের ইঙ্গিত। মনে করেন, দেশের রাজনৈতিক মহলের একটি বৃহদংশ।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এনিয়ে তিনি দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শনিবার এনসিসি-র একটি অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন। দিল্লির ক্যান্টনমেন্টে কারিয়াপ্পা ময়দানের সেই অনুষ্ঠানে মোদী বলেন, দেশের উন্নতির একমাত্র চাবিকাঠি একতা। দেশের যুবশক্তির দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। অথচ দেশের একতা ভাঙার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে। ভারত মায়ের সন্তানদের বিভাজনের জন্য বিভিন্নভাবে মগজ ধোলাই করা হচ্ছে। কিন্তু যারা এই বিভাজন তৈরির চেষ্টা করছে, তারা সফল হবে না।

সম্প্রতি বিবিসির তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। সরকার সম্প্রতি এই তথ্যচিত্রের লিংক নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। সেজন্য প্রয়োগ করা হয়েছে ২০২১-এর তথ্য প্রযুক্তি আইন। সেই আইন অনুযায়ী, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ৫০টির মতো ট্যুইট তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কী আছে সেই তথ্যচিত্রে? কেন বিভাজনের কথা বলছে কেন্দ্র সরকার? প্রসঙ্গত সম্প্রতি বিবিসির তৈরি ‘দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্রে গোধরা কান্ড ও তার পরবর্তী হিংসার কথা তুলে ধরা হয়েছে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এই তথ্যচিত্রটি নিয়ে প্রবলভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার। সরকারের অভিযোগ, বিদেশী সংবাদ মাধ্যমের তৈরি তথ্যচিত্র দিয়ে দেশের সার্বভৌমত্বকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ ঔপনিবেশিক মানসিকতা থেকেই এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। যা মূলত একটি অপপ্রচার। সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ইউটিউব ও ট্যুইটারের মাধ্যমে সেই তথ্যচিত্র সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment