24 C
Kolkata
April 18, 2025
রাজ্য

বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে বারাসত কলেজে অনুষ্ঠিত হল ওয়েবস্যাক্টা-র আলোচনা সভা

সংবাদ কলকাতা: ওয়েবস্যাক্টা উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে রবিবার বারাসত কলেজে অনুষ্ঠিত হল আলোচনা সভা। উচ্চশিক্ষায় রাজ্য সরকারের ভূমিকা বিষয়ক এই আলোচনা সভার উদ্বোধন করেন বারাসত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘স্যাক্ট শিক্ষকদের ধীরে ধীরে অ্যাবজর্ব করে নেওয়া দরকার বলে আমি মনে করি।’ তিনি স্যাক্ট শিক্ষকদের দাবির সাথে সহমত পোষণ করেন।

একই মত প্রকাশ করেন উপস্থিত জেলা সাহিত্য আকাদেমির সম্পাদক তাপস কুমার সরকার। সংগঠনের রাজ্য সভাপতি অরুণ কুমার পাল তাঁদের দাবি বিষয়ে জানান, ৬৫বছর পর্যন্ত কাজের নিরাপত্তা, সুনির্দিষ্ট পে-স্কেল চালু, প্রোমোশন চালু-এগুলিই তাঁদের মূল দাবি। এদিন বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যরা। যেমন- বিনয় দাস, অপলা ঘোষ, ডোরা মিত্র, বিধান সরকার, তাপস মন্ডল, বিশ্বনাথ সাহা, ডঃ সেলিম উদ্দিন। সম্বর্ধিত করা হয় সংগঠনের প্রাক্তন সদস্যা অধ্যাপিকা সীমা ভট্টাচার্যকে। তিনি তাঁর অবসর জীবনের দুর্দশার কথা এদিন তুলে ধরেন।সভাটি উপস্থাপন করেন ওয়েবস্যাক্টার জেলা আহ্বায়িকা রিঙ্কু ঘোষ।

Related posts

Leave a Comment