April 7, 2025
কলকাতা খেলা

বিধাননগর গোল্ড কাপে ব্যর্থ হল শ্রীভূমি

সুভাষ পাল, সংবাদ কলকাতা: সুজিত বসুর বিধানসভা এলাকার ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ বা বিধাননগর গোল্ড কাপে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার ফাইনালে ওঠে দক্ষিণদাঁড়ি ভারতীয় তরুণ সংঘ ও দমদম তরুণ দল। গোলশূণ্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের এই ফাইনাল ম্যাচটি। শেষে বিজয়ী দল নির্ধারণ করতে টাই ব্রেকারে যেতে হয় রেফারিকে। ৩-০ ব্যবধানে টাই-ব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় দক্ষিণদাঁড়ি ভারতীয় তরুণ সংঘ। এই নিয়ে দক্ষিণদাঁড়ি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল।

এই ম্যাচে ভালো ফল করতে পারেনি সুজিত বসুর নিজের ক্লাব শ্রীভূমি। যদিও শ্রীভূমি ও দমকলমন্ত্রীর অনেকটাই সম্মান রক্ষা করেছে মেয়েরা। এবার বিধাননগর গোল্ড কাপে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীভূমি।

প্রসঙ্গত শহরবাসীর কাছে শ্রীভূমি ও সুজিত বসু সমানভাবে উচ্চারিত হয়। প্রতি বছর তাঁর সক্রিয় উদ্যোগে আয়োজিত হয় বিধাননগর গোল্ড কাপ। এবছরেও গত ৭ মে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা হয় সল্টলেকের জিডি ব্লক গ্রাউন্ডে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো-এর ব্যবস্থা করা হয়। আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। প্রাক্তন তারকা ফুটবলার ব্যারেটো, অ্যালভিটো থেকে শুরু করে সমরেশ চৌধুরীদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়।

আদতে এমএলএ কাপ বলে পরিচিত এই খেলাটির পোশাকি নাম বিধাননগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ৩২টি টিম দশটি মাঠে একে অপরের মুখোমুখি হয়। নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা চলে ১৪ মে পর্যন্ত। ৩২ টি টিমের মধ্যে থেকে হওয়া খেলায়, জয়ী টিমের হাতে তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। শুধু তাই নয়, সেই পুরস্কারেও থাকে বিশেষ চমক। এবার ম্যান অফ দ্য সিরিজ পান লক্ষাধিক টাকার বাইক। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট গোলকিপার সহ নানা বিভাগে থাকে বিশেষ বিশেষ পুরস্কার। এই খেলার আরও একটি বিশেষত্ব হল, প্রতিটি দলে সাত জন করে খেলোয়াড় থাকে। এই টুর্নামেন্টের বড় চমক হল, প্রতিটি দল দু’জন করে বিদেশী ফুটবলার খেলাতে পারে।

মূল উদ্যোক্তা বিধায়ক সুজিত বসু এই খেলার ফাইনালে উপস্থিত ছিলেন। যেহেতু দমকলমন্ত্রীর এলাকার খেলা, সেজন্য আকর্ষণীয় এই খেলায় বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Related posts

Leave a Comment