27 C
Kolkata
August 3, 2025
রাজ্য

বিজেপির সভাতে যাওয়ার জন্য এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

ঘটনাটি মন্দির বাজার বিধানসভার এনায়েতপুর এলাকায়। স্থানীয় সূত্রে, জানা যায় গত মঙ্গলবার দিন মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মন্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মন্ডল সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেখানেই গিয়েছিল কেচারপুর গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার। সেটাই ছিল তার অপরাধ সেই কারণেই নাকি গতকাল গভীর রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে নাইয়ারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে এই বিষয়ে মন্দির বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এই সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মন্দিরবাজার ব্লকের যুব সভাপতি রিঙ্কু ঘোষ জানায় এটা বিজেপির গোষ্ঠী কোন দল ছাড়া কিছুই নয়।

Related posts

Leave a Comment