কোচবিহার, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের দিনেও বাদ গেল না রাজনৈতিক হিংসার ঘটনা। দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। অভিযোগ আজ সকালে উদয়ন গুহের নির্দেশে তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা জয়দীপ ঘোষের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার বাসে ভাঙচুর চালাতে থাকলে তারা সেখানে গিয়ে একজনকে ধরে ফেলে। ধৃত ব্যক্তি স্বীকার করে নিয়েছে তাকে গাড়ি ভাঙচুর করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। উদয়ন গুহর ঘনিষ্টরা তাকে ডেকেছে গাড়ি ভাঙচুর করার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়দীপ ঘোষ জানান, এর আগেও বহুবার তার গাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল জাতীয় পতাকা নিয়ে দিনহাটা শহরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছিল সেই কারণেই আজ উদয়ন গুহর গুন্ডাবাহিনী তাকে না পেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাসে হামলা চালায়।
previous post