April 16, 2025
কলকাতা

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

গোসাবা: আবারও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি-র পঞ্চায়েত সমিতির প্রার্থী। মারধর করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সমিতির প্রার্থী কিশোর মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সুন্দরবন কোস্টাল থানার আমতলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসোবা বিধানসভার আমতলী ১০১ নম্বর বুথে বিজেপি পঞ্চায়েত সমিতির প্রার্থী হয় কিশোর মন্ডল। ভোটে শাসকদলের কাছে পরাজিত হয় কিশোর।
পঞ্চায়েত ভোটে বিজেপি করার অপরাধে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের লোকজনের বিরুদ্ধে। এর পাশাপাশি তার মাকেও মারধর করা হয় এমনটাই অভিযোগ করেন কিশোর। বর্তমানে গোসোবার ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন তিনি ও তাঁর মা।

তবে এই অভিযোগ প্রত্যাশিতভাবেই অস্বীকার করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব ।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান আক্রান্তের পরিবার। এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল বলেন, এই ঘটনা বিজেপির আভ্যন্তরীণ ঘটনা । দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ বারেবারে প্রকাশ্যে চলে এসেছে। এই ঘটনার সঙ্গে শাসক দলের কেউ যুক্ত নয়। যদিও এই বিষয় স্থানীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment