নতুন দিল্লি, ১৪ নভেম্বর: আগামী বছর ১৮তম জি-২০ সম্মেলন হবে নয়াদিল্লিতে। এবছর ১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। সেজন্য তিনদিনের সফরে আজ ইন্দোনেশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনদিনব্যাপী রয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। সভাপতি দেশ হিসেবে সম্মেলনে যোগ দিতেই এই সফর মোদীর।
সমগ্র বিশ্বকে বিশ্বভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে তোলা ও পরস্পর সহযোগিতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলায় মোদির এই সফরের উদ্দেশ্য। এখানে বিশ্বের সমস্ত মানুষকে একটি পরিবারের সঙ্গে তুলনা করা হয়েছে। মোদীর কথায় ভারতের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী গোটা বিশ্ববাসীই আমাদের আত্মীয়। অর্থাৎ ‘বসুধৈব কুটুম্বকম’। ১৭তম জি-২০ সম্মেলনের এটাই মূল প্রতিপাদ্য বিষয়(থিম)। পাশাপাশি, প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সম্মেলনে আলোচনা হবে বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা, শক্তি সুরক্ষা, পরিবেশ, আর্থিক বৃদ্ধি, স্বাস্থ্য, ডিজিটাল ট্রান্সফর্মেশন বিষয়ে।
উল্লেখ্য, এবার বালিতে জি-২০-র সভাপতিত্ব করছে ভারত। আগামী ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সেই প্রতিনিধিত্বের সূচনা হবে। প্রথা মাফিক অন্যান্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর দায়িত্বেও রয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দায়িত্ব পালন করছেন।