November 2, 2025
দেশ

বারাণসীতে নৌকাডুবি, উদ্ধার ৪০ পুণ্যার্থী

বারাণসী, ২৬ নভেম্বর: বারাণসীতে নৌকা ডুবি। প্রায় ৪০ জন পুণ্যার্থী সমেত গঙ্গায় ডুবে যায় একটি নৌকা। যাত্রীদের অধিকাংশই কেরালার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা গিয়েছে, শনিবার সকালে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের কাছে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকায় সওয়ার যাত্রীরা গঙ্গায় নৌকাবিহারে বেরিয়েছিলেন। ওই সময় হঠাৎ যাত্রী সমেত ডুবে যায় নৌকাটি। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসন সূত্রে খবর, ডুবে যাওয়া নৌকার প্রায় প্রত্যেক যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে, দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনার পরই ওই নৌকার চালক পলাতক। তার খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিস। কীভাবে নৌকাটি ডুবেছে তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment