সংবাদ কলকাতা, ৫ নভেম্বর: গত ২০২০ সালের ১৮ মার্চ বাদুড়িয়া থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি তানিয়া পারভিন। বাদুড়িয়ার মলয়পুরের বাসিন্দা সে। তানিয়া এই জঙ্গি সংগঠনের অনলাইন রিক্রুটমেন্টের প্রধান ছিল। তার মাধ্যমে বাংলায় জঙ্গি সংগঠনের জাল বিস্তার করছিল লস্কর-ই-তোইবা। এই জঙ্গি গোষ্ঠীর একজন পাক মেন্টর আয়েশা সিদ্দিকী। এবার সেই আয়েশার বিরুদ্ধে রেড (কর্নার) নোটিস জারি করল ইন্টারপোল। জানা গিয়েছে, আয়েশা লস্কর প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী। জঙ্গি সংগঠনের অনলাইন রিক্রুটমেন্ট মডিউল চালানোর অভিযোগ আয়েশা ও তানিয়া উভয়ের বিরুদ্ধে। পরে এই মামলার তদন্তভার পায় এনআইএ। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনও দেশের তদন্তকারী সংস্থা বিদেশে বসবাসকারী কোনও অভিযুক্তকে গ্রেপ্তার বা হদিশ পেতে গেলে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হতে হয়। সেজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করতে হয়। এই প্রোটোকল মেনে ইতিমধ্যে এনআইএ ইন্টারপোলের স্মরণাপন্ন হয়। ইন্টারপোল সেই আর্জিতে অনুমতি দেওয়ার আগে এই মামলার সব দিক খতিয়ে দেখে। এদিকে কলকাতার বিশেষ আদালতে আয়েষার বিরুদ্ধে রেড নোটিস জারি করতে চেয়ে আবেদনও জানিয়েছিল এনআইএ। আয়েশা বর্তমানে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
previous post
next post