বরানগর: বরানগর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের রামকালী মুখার্জি লেনের একটি বাড়ির বাগান থেকে উদ্ধার মানুষের মাথার খুলি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সকাল বেলা বাড়ির পিছনে থাকা বাগান পরিষ্কার করতে গিয়ে দেখতে পান বাড়ির এক সদস্য অলোকা দাস। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বরানগর থানায়। পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।
এখনও স্পষ্ট নয় যে, কোথা থেকে এই মানুষের মাথার খুলিটি এলো। তবে গোটা ঘটনা নিয়ে ধন্দে প্রশাসন। যে খুলিটি পাওয়া গিয়েছে, খুলি দেখে প্রমাণ পাওয়া যায় না যে, এটা পুরুষ না মহিলার। ইতিমধ্যে বরানগর থানার পুলিশের পক্ষ থেকে তদন্তের জন্য খুলিটি ফরেনসিকে পাঠানো হয়েছে।
							previous post
						
						
					
