November 2, 2025
রাজ্য

বাগনান স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বাগনান স্কুলে এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানির স্বীকার হতে হয়েছে। উল্লেখ্য, সপ্তম শ্রেণীর ছাত্রীর সঙ্গে এই ধরনের অশ্লীলতা করেছে বাগনান স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক কর্মী। ধৃতকে আজ, উলুবেড়িয়া আদালতে তোলা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল বিকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। এই স্কুলের প্রধান শিক্ষক শঙ্খ মুখোপাধ্যায়কে গামবাসীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছায় এবং প্রধান সখ্যককে উদ্ধার করে থানায় নিয়ে চলে আসে। তারপর গতকাল রাতেই বাগনান থানার পুলিশ এই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

Related posts

Leave a Comment