31 C
Kolkata
April 16, 2025
রাজ্য

বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস

সংবাদ কলকাতা, ২৩ নভেম্বর: বুধবার বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করালেন।

জানা গিয়েছে, প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে পড়াশোনা করেছেন মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাদেমিতে। একসময় তিনি কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে কাজ করতেন। একসময়ে ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন।

এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার ছিলাম। আমি সেখানে থেকেছি, সেখানকার মানুষের সঙ্গে মিশেছি। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। এবার আরও ভালভাবে তা করব। প্রতিদিন আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব।’

এদিন শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী, রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া আমন্ত্রিতদের মধ্যে ছিলেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়-সহ তৃণমূলের অন্যান্য বিধায়ক ও সাংসদরা। এমনকি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও এই অনুষ্ঠানে হাজির হন।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে হাজির না হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারের আয়োজিত এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের ধরণে অপমানিত বোধ করায় তিনি এই অনুষ্ঠানে হাজির হননি।

Related posts

Leave a Comment