31 C
Kolkata
October 31, 2025
টিভি-ও-সিনেমা দেশ

বর্ষীয়ান  অভিনেতা বীরবল খোসলা প্রয়াত

মুম্বই,১৩ সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সতীন্দর কুমার খোসলা ওরফে বীরবল। জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার  আচমকা হৃদরোগে আক্রান্ত হন সতীন্দর। তখন তড়িঘড়ি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় বীরবল খোসলার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

উল্লেখ্য, কৌতুক অভিনেতা সতীন্দর দর্শকদের কাছে বীরবল খোসলা নামেই বেশি পরিচিত। তিনি বিভিন্ন ভাষায় ৫০০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন। হিন্দি, পাঞ্জাবি, মারাঠি ও ভোজপুরি ভাষায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। তাঁর জীবনে প্রথম অভিনীত সিনেমা “বুন্দ জো বান গায়ে মোতি।” এরপরে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর ‘শোলে’ সিনেমাতেও অভিনয় করেছেন সতীন্দর। এরপর অনুরোধ, আমির গরীব, উপকার, ক্রান্তি, ইয়ারানা, নসিব, সদমা, বোল রাধা বোল, আঞ্জাম, রোটি কাপড়া অওর মকান, হাম হে রাহি পেয়ার কে প্রভৃতি সব বিখ্যাত সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন বীরবল খোসলা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড সহ হিন্দি টেলি দুনিয়ায়।

Related posts

Leave a Comment