29 C
Kolkata
August 2, 2025
Featured খেলা

বর্ণাঢ্য উদ্বোধন, অথচ বিশ্বকাপে নেই করিম বেনজেমা

কাটার: গোটা বিশ্বের নজরে এখন কাতার। কাতারে থইথই করছেন ফুটবল প্রেমীরা। রবিবার যখন বর্ণাঢ্য উদ্বোধনে গমগম করছে স্টেডিয়াম তখন ফ্রান্স শিবিরে এল খারাপ খবর।

শনিবার মাঠে অনুশীলন চলাকালীন আচমকাই পায়ের উরুতে চোট পান ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। বিশ্বকাপ শুরুর প্রাক মূহুর্তে চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বেনজেমা।

তিনি উরুতে চোট পাওয়ার পর মাঠে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা জানান, বেনজেমার ফেমোরাস রেক্টাস ইনজুরি হয়েছে। তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানেই শেষ নয়, ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলা সম্ভব নয় তাঁর পক্ষে।

তারপরেই বেনজেমা জানান, তিনি দলের স্বার্থে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে এবারের বিশ্বকাপে বড় ধাক্কা খেল ফ্রান্স শিবির। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তবে গত মাসেই ব্যালন ডি’ওর পেয়েছেন ৩৪ বছর বয়সি তারকা। ইউরোপের সেরা ফুটবলারের সম্মান পাওয়ার ক্ষেত্রে তিনি পঞ্চম ফরাসি ফুটবলার। ১৯৯৮ সালে জিনেদিন জিদানের পর আর কোনও ফরাসি প্লেয়ার এই সম্মান পাননি।

আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসে ১৬ ম্যাচে ১০ গোল করেছেন বেনজেমা। যার মধ্যে চারটি এসেছে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তাই কাতারের বিশ্বকাপে বেনজেমাকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছিল ফ্রান্স শিবির । কিন্তু তাতে বাধ সাধল। এখন দেখার বেনজেমাকে ছাড়া ফ্রান্স কতদূর যেতে পারে।

Related posts

Leave a Comment