April 16, 2025
কলকাতা

ফের বিস্ফোরণ, বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা দত্তপুকুর

নিজস্ব সংবাদদাতা, বারাসত: ফের ভয়াবহ বিস্ফোরণ। যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা দত্তপুকুর। তবে এবার বাজি নয়। বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। মঙ্গলবার গভীর রাতে আচমকা ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা গ্রামে। কে বা কারা গ্রামে বোমা মজুত করেছিল, তা এখন ও জানা যায় নি। বিষয়টি নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে এই গ্রামের একটি বাঁশ বাগানে। সেখানে গর্ত খুঁড়ে একাধিক বোমা মজুত করে রাখা হয়েছিল। সেই বোমাগুলি একসঙ্গে এদিন বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসীন্দারা। কয়েক মাস আগেও এই বাঁশ বাগানের পাশেই বোমা বিস্ফোরণ ঘটে। এরপর ২ সপ্তাহ আগে মোচপোল এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিধ্বংসী সেই বিস্ফোরণে চলে যায় নয়টি তাজা প্রাণ। এতসব ঘটনার পরেও প্রশাসনের কোনও তৎপরতা চোখে পড়ছে না। সবার মনে একটাই প্রশ্ন, কেন গোটা দত্তপুকুর এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মুক্ত অঞ্চলে পরিণত করা যাচ্ছে না!

Related posts

Leave a Comment