32 C
Kolkata
April 19, 2025
দেশ

ফেয়ারপ্লে অ্যাপ মামলায় তামান্না ভাটিয়াকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের

মুম্বই, ২৫ এপ্রিল:  ফেয়ারপ্লে অ্যাপ কাণ্ডে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে সমন পাঠাল মহারাষ্ট্র সাইবার সেল। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৯ এপ্রিল ডাকা হয়েছে অভিনেত্রীকে। ওই দিন তাঁকে মহারাষ্ট্র সাইবার সেলে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই ফেয়ার প্লে অ্যাপের হয়ে প্রচারে অংশগ্রহণ করেন একঝাঁক বলিউড তারকা। সেজন্য এই বেআইনি সম্প্রচার মামলায় নাম জড়ায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, সঙ্গীতশিল্পী বাদশা, সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়ার। এর আগে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, সঙ্গীত শিল্পী বাদশাকে জিজ্ঞাসাবাদ করা হলেও বাহুবলি খ্যাত তামান্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদের ঘটনা এই প্রথম।

এই মামলায় গত ২৩ এপ্রিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকেও তলব করে মহারাষ্ট্রের সাইবার সেল। কিন্তু তিনি বিদেশে থাকায় সেই তারিখে হাজিরা দিতে পারেননি। এজন্য সঞ্জয় দত্ত তাঁর হাজিরা দেওয়ার জন্য পরবর্তী একটি তারিখ চেয়েছেন সাইবার সংশ্লিষ্ট সেলের কাছে। এরপর তামান্না-সঞ্জয় দত্তের জিজ্ঞাসাবাদের পর বাকি তারকাদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বেআইনিভাবে ফেয়ার প্লে নামের একটি অ্যাপ আইপিএলের ম্যাচগুলির অনলাইন সম্প্রচার করে। কিন্তু অনলাইনে আইপিএলের সম্প্রচারের স্বত্ব রয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে। যার ফলে বিষয়টি নিয়ে গত বছরেই মামলা হয়। মামলা করে এই কাজের বরাত পাওয়া ওই বেসরকারি কোম্পানি। সেই মামলায় সংস্থাটি দাবি করে, ‘ফেয়ার প্লে’ বেআইনিভাবে আইপিএলের অনলাইন সম্প্রচারের ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

Related posts

Leave a Comment