সংবাদ কলকাতা: ফেব্রুয়ারিতেই মেট্রো পরিষেবার সম্প্রসারণ হচ্ছে। এবার শহরের চতুর্থ মেট্রো রুটে চালু হবে পরিষেবা। এবিষয়ে ছাড়পত্র পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এই ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বিভাগ বা সিআরএস। তবে লং রুটের ছাড়পত্র এখনই মিলছে না। সংক্ষিপ্ত রুটে মিলবে এই পরিষেবা। আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত চতুর্থ রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
তবে যেহেতু এই রুটে অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম এখনও বসানো হয়নি, সেহেতু আপাতত ‘ওয়ান মেট্রো সার্ভিস’ পাওয়া যাবে। অর্থাৎ এই রুটে আপ ডাউনে এখন মাত্র ১টি ট্রেনই চলবে। গত ৩০ জানুয়ারি এই মেট্রো রুট পরিদর্শন করেন সিআরএস শুভময় মিত্র। সব কিছু ক্ষতিয়ে দেখে আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত পরিষেবা চালুর ছাড়পত্র দেওয়া হয়েছে। মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, ফেব্রুয়ারী মাসেই এই সংক্ষিপ্ত পরিষেবা চালু হবে।
previous post