ফালাকাটা থানায় গত আড়াই মাসে সাতটি বাইক চুরি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। তারই জেরে তদন্তে নামে পুলিশ। তাতে তাদের সাফল্য আসে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তারপর জিজ্ঞাসাবাদ চালিয়ে ধৃতদের হেফাজত থেকে ১৫ টি বাইক উদ্ধার করে। তদন্তকারী অফিসারদের দাবি দীর্ঘক্ষণ বাইক রাস্তার ধারে রেখে দেওয়া হলে সেসব বাইক এরা টার্গেট করে চুরি করছিল। এই সমস্ত বাইক চোরেদের মূলত টার্গেট মার্কেট কমপ্লেক্স, হাট বাজার,সাংস্কৃতি অনুষ্ঠানস্থল।