32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

প্রয়াত সংগীত শিল্পী সুমিত্রা সেন

সংবাদ কলকাতা ৩ জানুয়ারি: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। গতমাসে শীতের শুরুতেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। সেজন্য তাঁকে গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হতে হয়। বুকে কফ জমে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন।

শিল্পীর দুই কন্যা শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন এবং তাঁদের পরিবারের সদস্যরা বার্ধক্যজনিত কারণে সিদ্ধান্ত নেন সুমিত্রা সেনকে আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা করবেন। সেই মতো গতকাল সোমবার দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হল না। আজ মঙ্গলবার ভোর ৪ টে নাগাদ প্রয়াত হলেন এই কিংবদন্তি শিল্পী। তাঁর কন্যা শ্রাবণী সেন সমাজ মাধ্যমে লেখেন, ‘আজ ভোরে মা চলে গেলেন।’

Related posts

Leave a Comment