সংবাদ কলকাতা: আগামী ২৮ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মন্ডিত সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। রাষ্ট্রপতির এই সফর ঘিরে ইতিমধ্যে গোটা শান্তিনিকেতন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। ইতিমধ্যেই সেই হেলিপ্যাডে হেলিকপ্টার নামিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে।
বন দপ্তরের তরফে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাপ তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বানরের উৎপাত যেন বন্ধ হয়, সেদিকে সজাগ নজর রাখছে বন দপ্তর।
প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়িগুলির ছাদে ওঠা ও কাপড় মেলা নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে আঁটোসাটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর।