১৩ বছরের কিশোরী ও তারই ১৫ মাসের খুদে বোন ভামিকা প্রযুক্তির ব্যবহারে বাঁদরের দলের হাত থেকে রক্ষা পেল। কিশোরীর নাম নিকিতা। তার বাড়ি উত্তরপ্রদেশের বস্তি এলাকায়। গত শনিবার ,ছোট বোনকে ঘরে নিকিতা একাই বসে ছিল। হঠাৎই রান্নাঘরে বাসনপত্র পড়ার শব্দ পায়,তা শুনে সে ওই দিকে যায়। নিকিতা দেখে যে, সেখানে পাঁচ-ছয়টি বাঁদরের একটি দল এসে হাজির। তাদের মধ্যে একটি বাঁদর নিকিতা ও তার বোনের দিকে তেড়ে আসে। সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে ফ্রিজের উপর রাখা ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে কুকুরের মতো আওয়াজ করার নির্দেশ দেয় নিকিতা। ব্যস, তাতেই কাজ হল। নির্দেশ পালন করে অ্যালেক্সা। সমানে এরকম ডাক শুনে বাঁদরের দল রান্নাঘর ছেড়ে পালিয়ে যায়। নিকিতার এই উপস্থিত বুদ্ধির জন্য কিশোরীর মা শিপ্রা ওঝা মেয়ের বুদ্ধিকে সাধুবাদ জানান। সেই সাথে বাড়ির সকলেও প্রশংসা করে তার।
previous post