রাজ্যপ্রয়াত হলেন বিআরএস নেত্রী তথা বিধায়ক লাস্য নন্দিতা by aparnapalsenFebruary 23, 2024February 23, 20240123 Share0 ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিআরএসের তরুণী নেত্রী তথা বিধায়ক লাস্য নন্দিতা। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মাত্র কয়েক মাস আগেই বিধায়ক হয়েছিলেন। তাঁর কেরিয়ারে রাজনৈতিক দিকটা সবে শুরু, ঠিক এমনি সময় তা আবার আচমকাই কেমন সব গেল।