নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ। মাথা ফাটল দলের নেত্রী মিনাদেবী পুরোহিতের। ঘটনাটি ঘটে বড়বাজার এলাকায়। জানা গিয়েছে, একটি মিছিল বড়বাজার দিয়ে নবান্নের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। ফলে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। মিনাদেবী পুরোহিত ঘটনাস্থলে থাকায় মাথায় আঘাত লাগে তাঁর। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর। এদিকে বিজেপি এই ঘটনার জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছে।
অন্যদিকে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশকে প্রচন্ড মারধর করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
previous post