30 C
Kolkata
August 3, 2025
কলকাতা

পুজোর আগেই উদ্বোধন হতে পারে টালা ব্রিজ

সুভাষ পাল, সংবাদ কলকাতা: অবশেষে শহরবাসীর জন্য উন্মুক্ত হতে চলেছে টালা ব্রিজ। দুর্গাপুজোর আগেই উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে। মহালয়ার দিন উদ্বোধন হওয়ার কথা থাকলেও লোড টেস্টিং রিপোর্ট আসতে দেরি হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। শোনা যাচ্ছে, চতুর্থীর দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিজের হাতেই এই সেতুর উদ্বোধন করবেন।
এব্যাপারে শুক্রবার দুটি বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। একটি বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী পুলক রায় ও নির্মাণকারী সংস্থার আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, লোড টেস্টিং রিপোর্ট হাতে এলেই মুখ্যমন্ত্রীকে আহ্বান করা হবে সেতু উদ্বোধন করার জন্য।
অন্যদিকে শহরের ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে দ্বিতীয় বৈঠকটি হয়েছে। সেখানে উদ্বোধনের পর সেতুর যান নিয়ন্ত্রণ কিভাবে করা হবে সেবিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, উদ্বোধনের শুরুতেই ভারী যানবাহন চালানোর পক্ষপাতী নয় প্রশাসন। ফলে মালবাহী গাড়ি এই পথে এখন আসতে পারবে না। প্রথমে সপ্তাহখানেক হালকা গাড়ি চালানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বাস মালিকরা প্রথম দিন থেকেই বাস চালানোর অনুমতি চেয়েছেন। পরিবহন দপ্তর সেই আবেদনে সাড়া দেয়নি বলে সূত্রের খবর।

Related posts

Leave a Comment