November 3, 2025
দেশ

পাঞ্জাবে গ্রেপ্তার খলিস্তানি নেতা অমৃতপাল সিং

মোগা, ২৩ এপ্রিল: অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন থানায় হামলা করার দায়ে অভিযুক্ত খলিস্তানি নেতা অমৃতপাল। গত মার্চ মাসে তাঁর এক ঘনিষ্ঠ সঙ্গীকে ছাড়াতে অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে হামলা চালান অমৃতপাল ও পপলপ্রীত সিং। ঘটনায় জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এরপর ‘ওয়ারিশ পাঞ্জাব দে’-এর এই নেতাকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে ওঠে পুলিশ। কিন্তু কিছুতেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ রবিবার পাঞ্জাবের মোগা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি গুরুদ্বারের বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে অমৃতপালের স্ত্রী কিরণদীপ কাউরকে গত বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। যদিও তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাঁকে অভিবাসন দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন অমৃতপাল। তিনি অনেকবার পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছেন। খলিস্তানি নেতা অমৃতপালের নাগাল পেতে তাঁর ৯ সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। অবশেষে আজ রবিবার তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁকে অসমের ডিব্রুগড়ে সেন্ট্রাল জেলে রাখা হবে বলে জানা গিয়েছে। কারণ সেখানে রয়েছেন অমৃতপাল সিংয়ের কাকা হরজিৎ সিং। যিনি স্বঘোষিত ধর্মগুরু নামে পরিচিত। এছাড়াও সেখানে রয়েছেন তাঁর গাড়ির চালক হরপ্রীত সিং সহ অন্যান্য সঙ্গীরা।

এদিকে অমৃতপালের গ্রেপ্তারি নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্খা করছেন অনেকে। সেজন্য প্রশাসনের তরফে সকল নাগরিককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানানো হয়েছে। ‘ওয়ারিশ পাঞ্জাব দে’-এর কেউ কেউ দাবি করেছেন, অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছেন। কিন্তু, পাঞ্জাব পুলিসের আইজিপি সেই দাবি খারিজ করে দিয়েছেন।

Related posts

Leave a Comment