April 16, 2025
দেশ

পাকিস্তান থেকে প্রতারণার ছক, বিপদে বাঁচার পথ জানাল কেন্দ্র

দিল্লি, ১১ এপ্রিল— মোবাইল সংস্থা, ব্যাঙ্ক, পুলিশ, কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধি সেজে ফোন করে আর্থিক প্রতারণা করা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ এই সমস্ত প্রতারণাচক্র থেকে বাঁচতে প্রতিবারই সরকার তরফে নানান হুঁশিয়ারি ও গাইডলাইন দেওয়া হয়৷ এবার নির্দিষ্ট কিছু নম্বর উল্লেখ কর সতর্ক করল কেন্দ্র৷ প্রয়োজনে অভিযোগ জানাতেও বলা হয়েছে গ্রাহকদের৷ কৃত্রিম মেধা নির্ভর ওই প্রযুক্তি কাজে লাগিয়ে এর আগে বিনোদন, খেলা এবং রাজনৈতিক জগতের বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বের ভুয়ো ভিডিও তৈরির অভিযোগ উঠেছে৷ সেগুলি নিয়ে উত্তাল হয় নেট দুনিয়া৷ এ বার লগ্নির জগতে একই ঘটনায় প্রমাদ গুনছে সংশ্লিষ্ট মহল৷ তাদের আশঙ্কা, সাধারণ মানুষের কষ্টের রোজগার নিমেষে উধাও হতে পারে এর জেরে৷ কেন্দ্রের নয়া নির্দেশিকায় বিদেশি নম্বর থেকে আসা ফোনের ব্যাপারে সাবধান করা হয়েছে৷ +৯২ দিয়ে শুরু নম্বরের বিষয়ে বলা হয়েছে, এটি আসলে পাকিস্তানের কোড৷ টেলিকম মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ভুয়ো কল করে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা হয়৷ এভাবেই টাকা আদায়ের একাধিক অভিযোগ উঠেছে৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে—
১. গ্রাহকদের সতর্ক করতে জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন বিভাগ কখনওই এই ধরনের ফোন করার জন্য কাউকে নিয়োগ করে না৷ অতএব, কোনওভাবেই ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না৷
২. এই বিষয়ে অভিযোগ জানানো যাবে সঞ্চারসাথীর পোর্টালে ‘নো ইওর মোবাইল কানেকশন’-এ ক্লিক করে৷
৩. অভিযোগ জানাতে পারবেন সাইবার অপরাধ সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১৯৩০-এ৷
৪. সাইবার ক্রাইম শাখার পোর্টালে (www.cybercrime.gov.in) গিয়েও অভিযোগ জানাতে পারবেন৷

Related posts

Leave a Comment