জলপাইগুড়ি, ১৯শে ডিসেম্বর: পাঁচ দফা দাবি নিয়ে শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ সভা করে প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআইএম সদর দক্ষিণ-পূর্ব এরিয়া কমিটি। এই দাবিগুলি হল- সরকারি নিয়ম মেনে আবাস যোজনার ঘর প্রদান, খসড়া তালিকা প্রস্তুতের আগে গ্রাম পঞ্চায়েত স্তরে তালিকা প্রকাশ, আবাস যোজনার কাজ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা, ১০০ দিনের কাজের সুদ সহ বকেয়া মজুরি প্রদান, অবিলম্বে ১০০ দিনের কাজ প্রদান, অক্ষম, বিধবা ও বৃদ্ধদের সঠিক সময়ে ভাতা প্রদান ও নতুন ভাতা প্রাপকদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা, পরিকাঠামো উন্নয়নের অর্থ সঠিকভাবে ব্যবহার করে এলাকার রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন সাধন করা। সোমবার দুপুরে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে এলাকার মানুষকে নিয়ে কিছুক্ষণ হলদিবাড়ি জলপাইগুড়ি পথ অবরোধ করেন পার্টি নেতৃত্বরা।