24 C
Kolkata
April 19, 2025
রাজ্য

পঞ্চায়েত ভোটের আগে অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে তোপ দাগলেন শুভেন্দু

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের Temporary Home Guard অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, কোনও রকম বিজ্ঞপ্তি প্রকাশ না করে অস্থায়ী হোম গার্ড পদে নিজের দলের ক্যাডারদের নিয়োগ করছে রাজ্য সরকার। এ সংক্রান্ত বেশ কিছু নথি পোষ্ট করে টুইট Twitt করেন তিনি।

অভিযোগ, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল ক্যাডারদের দৈনিক ৫৬৫ টাকার বিনিময়ে হোমগার্ড পদে নিয়োগ করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর‘। কোনও রকম বিজ্ঞপ্তি জারি না করে কিভাবে নিয়োগ করতে পারে রাজ্য সরকার? এ নিয়েই সামাজিক মাধ্যমে সরব হন তিনি।

প্রয়োজনে আদালতে যাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ছ’মাসের জন্য কিভাবে তড়িঘড়ি নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার? তবে কি পঞ্চায়েত ভোটে তৃণমূলের কোন অভিসন্ধি আছে?

Related posts

Leave a Comment