32 C
Kolkata
April 19, 2025
জেলা

পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই এলাকা থেকে উদ্ধার ৭০ টি তাজা বোমা

রায়দীঘি, ৯ আগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এলাকা থেকে উদ্ধার হল ৭০টি তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশি অভিযানে উদ্ধার হয় এই তাজা বোমাগুলি। বোমা মজুদ রাখার অপরাধে কামারুল জামাল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি থানার অন্তর্গত ভগবানপুর এলাকায়। ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় চারটি ড্রাম ভর্তি ৭০ টি তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান বুধবার রায়দিঘীর শংকরপুর অঞ্চলে পঞ্চায়েত বোর্ড গঠন। সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এই বোমাগুলি মজুত করা হয়েছে। বোমা উদ্ধারের পর গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। পাশাপাশি বোমা গুলিকে উদ্ধারের পর নিষ্ক্রিয় করার কাজ শুরুও করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও এখনও দক্ষিণ ২৪ পরগনা জেলা এখনও যে বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে আছে তারই প্রমান মিলল এই ঘটনায়।

Related posts

Leave a Comment