April 19, 2025
রাজ্য

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন শিল্পী সুমিত্রা সেন

কলকাতা, ২ জানুয়ারি: গত ২১ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। তাঁর শারীরিক অবস্থা এখন খুবই সঙ্কটজনক। তিনি এখন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত।

শিল্পীর দুই কন্যা শ্রাবণী সেন ও ইন্দ্রানী সেন। জানা গিয়েছে, এভাবে তাঁকে হাসপাতালে রাখতে চাইছেন না পরিবারের সদস্যরা। তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। এবছর মার্চ মাসে তাঁর বয়স নব্বই পূর্ণ হতে চলেছে। সেজন্য তাঁর বয়সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ সোমবার তাঁকে হয়তো হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

কন্যা শ্রাবণী সেন জানিয়েছেন, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতা কাবু করেছে তাঁকে। সেজন্য কোনও অনুষ্ঠানেও যোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে। এমনকি গানের অনুষ্ঠান, রেকর্ডিং থেকেও দূরে রয়েছেন তিনি। গতমাসে আচমকাই ঠান্ডা লেগে যায় এই নব্বই ছুঁই ছুঁই গায়িকার। শ্রাবণী জানিয়েছেন, জ্বরের পাশাপাশি গত মাসে বুকে সর্দি বসে যায় তাঁর মায়ের। শুরু হয় শ্বাসকষ্টও। পরিস্থিতি খারাপ হওয়ায় মাকে ভর্তি করা হয় হাসপাতালে।

তবে এখন পরিস্থিতি আরও সঙ্কটজনক। তাঁকে খাওয়াতে হচ্ছে রাইলস টিউব দিয়ে। সেজন্য পরিবারের সবাই চাইছেন বাড়িতে রেখে শিল্পীর চিকিৎসা করাতে।

Related posts

Leave a Comment