সংবাদ কলকাতা, ১১ জুন: আজ রবিবার নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা। পেঁচার মোড়ে তিনটি গাড়ির রেষারেষির জেরে আহত ৩ জন ব্যক্তি। জানা গিয়েছে, একটি পণ্যবাহী মিনিডোর বিশ্ববাংলা গেটের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় পেঁচার মোড়ের সিগনালে দাঁড়িয়ে যায়। এছাড়াও একটি বাইক, কলার ভ্যান এবং আরও একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে তিনটি চার চাকার গাড়ি রেষারেষি করে নিয়ন্ত্রণ হারায়। এবং প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। এরপর পরপর তিনটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এভাবে মোট ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
previous post