সংবাদ কলকাতা: বৃহস্পতিবার ভর সন্ধ্যাবেলায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। নিক্ষেপ করা হল বোমা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা মতিরুল শেখ। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, মৃত মতিরুল শেখ নদীয়া জেলার থানারপাড়া থানা এলাকার নারায়ণপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। তাঁর বাড়ী নদীয়া জেলার করিমপুরের আজরামপুর এলাকায়। নওদার বিএড কলেজে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে টিয়াকাটা ফেরিঘাটের কাছে হামলা হয় তাঁর উপর। পাঁচ রাউন্ড গুলি ও বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা।
ঘটনার পর মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এই ঘটনার তীর সাংসদ আবু তাহের খান চৌধুরীর ভাগ্নে সফিউজ্জামান শেখ ওরফে হাবিবের দিকে। এক্ষেত্রে আবারও শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।
next post