34 C
Kolkata
April 5, 2025
জেলা

দুবরাজপুর পোস্ট চাষের বিরুদ্ধে অভিযানে প্রশাসন

দুবারাজপুর, ৫ ডিসেম্বর: বিগত বছরগুলোতে বীরভূম জেলার একাধিক জায়গায় রমরমিয়ে চলেছে পোস্ত চাষ। কিন্তু এখন সেই পোস্ত চাষ এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। তবুও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে পোস্ত চাষ করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নামে বীরভূম জেলার দুবরাজপুর আবগারি দপ্তর ও দুবরাজপুর থানার পুলিশ।

উল্লেখ্য, বছরের পর বছর পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে বীরভূম জেলার আবগারি দপ্তর। আজ দুবরাজপুরের আবগারি দপ্তর ও দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে যশপুর, পছিয়াড়া গ্রামের বেশ কিছু জমিতে পোস্ত বিরোধী অভিযান চালানো হয়। এদিন বিভিন্ন এলাকার মাঠগুলো পরিদর্শন করা হয়। পাশাপাশি, পোস্ত চাষ রুখতে এলাকায় মাইকে প্রচার করা হয়। সচেতনতার জন্য লিফলেট বিলি করা হয়।

Related posts

Leave a Comment