দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকলেও খোরপোশ দিতে হবে তাই সেটা আইনি বিবাহ হোক আর নাহোক। এসংক্রান্ত এক মামলায় এমনই নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত সূত্রে খবর, এই সম্পর্ক বিচ্ছেদের পর ট্রায়াল কোর্ট এক মহিলাকে মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জি খারিজ করে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, একজন মহিলার সঙ্গে সহবাস করলে খোরপোশ দেওয়ার বিষয়টি কোনভাবেই এড়িয়ে যাওয়া যায়না। নিম্ন আদালতের রায়ের উল্লেখ করে কোর্ট আরও জানিয়েছে, ওই যুগল স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। সন্তান ধারণের কথাও তারা ভাবছিলেন। তাই ওই মহিলা খোরপোশ পাওয়ার উপযুক্ত।