রাজ্যদিল্লির রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড,মৃত ১১ by aparnapalsenFebruary 16, 2024February 16, 2024097 Share0 দিল্লির একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন। এই দুর্ঘটনায় ১১ জনের প্রাণ গিয়েছে বলে খবর। মৃতদের ১১জনই এই কারখানার কর্মী। ঘটনাটি ঘটে, গতকাল, সন্ধ্যেবেলা দিল্লির আলিপুর এলাকার দয়ালপুরে।