নতুন দিল্লি, ২৮ নভেম্বর: সোমবার দিল্লির লরেন্স রোডে ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৭টি ইঞ্জিন।
জানা গিয়েছে, ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এবার হতাহতের কোনও খবর নেই।
এর আগে চলতি মাসের প্রথম দিনই দিল্লিতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয় ২ জনের। কারখানার মধ্যে আটকে পড়েন বহু কর্মী। কারখানার জানলার কাচ ভেঙে অন্তত ২০ জনকে বের করে নিয়ে আসেন দমকলকর্মীরা। বার বার দিল্লিতে আগুনের ঘটানায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
previous post
next post
