27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের তেড়ে এল এক কুমির

নিজস্ব সংবাদদাতা, দিঘা: কথায় বলে জলে কুমির, ডাঙ্গায় বাঘ। আর এবার তালসারির সমুদ্র সৈকতে উদ্ধার হল এক দৈত্যাকার কুমির। আজ সাত সকালে তালসারি সমুদ্র সৈকতে কুমিরের দর্শন মেলে। দীঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পায় এই দৈত্যাকার কুমিরটিকে।

প্রথম চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ। এ যে সত্যিই আস্ত কুমির! কুমির বাবাজি একেবারে তালসারির সমুদ্র সৈকতে। কুমির দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায় তাল সারিতে। তেড়ে আসে পর্যটকদের। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে কুমিরটিকে। এবং ফের তাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment