32 C
Kolkata
April 19, 2025
কলকাতা

ডায়মন্ডহারবারে ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার করায় পরিবারকে খুনের হুমকি

ডায়মন্ডহারবার: কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তে নেমে অবশেষে দুই অভিযুক্তদের গ্রেফতার করল ডায়মন্ডহারবারের মন্দিরবাজার থানার পুলিশ। ধৃতদের নাম সাহারুল হালদার ও ইউনুস হালদার। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে মন্দির বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সাহারুল হালদারকে হটুগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি ইউনুস হালদারকে সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মন্দির বাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি,৩৪২,৫০৬,৩৫৪,৩৪ আই পিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

অন্যদিকে, অভিযুক্তদের গ্রেপ্তারের পর হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবার তাঁদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আতঙ্কে রয়েছি আমরা। আইনের উপর ভরসা আছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

Related posts

Leave a Comment