32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

টেট পরীক্ষার নিরাপত্তায় আনা হল বেসরকারি বাউন্সার

সংবাদ কলকাতা: নিয়োগ দুর্নীতির গেঁরোয় প্রায় পাঁচ বছর পরীক্ষার্থীদের কাছে অধরা ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। পাঁচ বছর পর রবিবার অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত সেই পরীক্ষা। পরীক্ষার নিরাপত্তা নিয়ে যাতে কোনও রকম প্রশ্ন না উঠে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করল পর্ষদ। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল রাজ্য পুলিশের পাহারা।

কিন্তু চমক ছিল পরীক্ষা কেন্দ্রের ভিতরের নিরাপত্তা ব্যবস্থায়। সেখানে নিয়োগ করা হয়েছে বেসরকারি বাউন্সার। যাঁরা মেটাল ডিটেক্টরে পরীক্ষার্থীদের চেক করার পর ছবি তুলে অ্যাডমিড কার্ড আর ছবির সঙ্গে মিলিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। সবশেষে বায়োমেট্রিক অ্যাটেড্যান্স নিয়ে তবে পরীক্ষায় বসতে পেরেছেন পরীক্ষার্থীরা।

বলাগড় বিজয় কৃষ্ণ কলেজের অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘পর্ষদ থেকেই এই বেসরকারি বাউন্সার নিয়োগ করা হয়েছে। তারাই পরীক্ষার্থীদের যাবতীয় চেকিং এর কাজ করছে’। তবে বিচ্ছিন্নভাবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

Related posts

Leave a Comment