29 C
Kolkata
August 2, 2025
খেলা দেশ

জ্যাভেলিনে ফের দ্বিতীয় নীরজ চোপড়া

সংবাদ কলকাতা, ১ সেপ্টেম্বর: জ্যাভেলিনে ফের সাফল্য ভারতের। জুরিখ ডায়মন্ড লিগে পদক জয় করলেন নীরজ চোপড়া। এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। প্রসঙ্গত এবছরেই দোহা ও লুসানে ডায়মন্ড লিগে জয়ের খেতাব এনেছিলেন তিনি। সদ্য বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও সোনা ঘরে এনেছেন। গতকাল বৃহস্পতিবার জুরিখ ডায়মন্ড লিগেও সেই জয়ের ধারা অব্যাহত রাখলেন নীরজ। ৮৫.৭১ মিটার জ্যাভেলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এই লিগের প্রথমস্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ (৮৮.৮৬)। আর তৃতীয় স্থান অধিকার করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৮৫.০৪ মিটার জ্যাভেলিন ছুঁড়ে এই স্থান অধিকার করেছেন।

যদিও প্রথম থ্রোয়ে তিনি ব্যর্থ হন। এই থ্রোয়ে মাত্র ৮০.৭৯ মিটার জ্যাভেলিন ছোঁড়েন নীরজ। আবার দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হয়। চতুর্থ থ্রোয়ে ফর্মে ফেরেন বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। এই পর্বে ৮৫.২২ মিটার জ্যাভেলিন ছোঁড়েন। পঞ্চম থ্রোয়ে আবার ফাউল করেন। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভাদলেখ, নীরজ ও ওয়েবারকে আরও একবার জ্যাভেলিন ছোঁড়ার সুযোগ দেওয়া হয়। এই থ্রোয়ে নীরজের স্কোর দাঁড়ায় ৮৫.৭১ মিটার। অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। তবে ডায়মন্ড লিগের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি। এই লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ইউজিনে।

Related posts

Leave a Comment