25 C
Kolkata
November 3, 2025
খেলা

জুনিয়র জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলার খুদে

ফাঁসিদেওয়া: ঝাড়খন্ড অ্যামেচার কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন, ক্যাডেট এবং জুনিয়রস জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। এবার সুযোগ পেল প্রত্যন্ত গ্রামীণ সীমান্তবর্তী এলাকার ছোট্ট খুদে দেবাশীষ রায়। জানা যায়, শিলিগুড়ি মহকুমার অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের রাবভিটা গ্রামের দেবাশীষ রায়। ছোটো থেকে তার আসা কিকবক্সিং খেলার।

অবশেষে একটি বেসরকারি স্কুলে পড়াশোনার পাশাপাশি কিকবক্সিং কোচিং নিতো সেই খুদে শিশু ।এর পর এই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য লাভ করে।এরপরে দার্জিলিং কালিম্পং সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতেছে দেবাশীষ রায়। এর পর এই আগামী ২৩ তারিখ থেকে রাচি ঝাড়খন্ডে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিয়েছে। খুদে খেলোয়ার দেবাশীষ এদিন এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম।

পাশাপাশি এলাকার সাধারণ মানুষ থেকে আত্মীয়-স্বজন সকলেই তাকে শুভেচ্ছা জানাতে প্রতিনিয়ত তার বাড়িতে আসছেন। তার মা মানি রায় জানান ছেলের ইচ্ছে ছিল কিকবক্সিং খেলার। তাকে সেই দিকে বাধা না দিয়ে কোচিং ভর্তি করে দিয়েছিলাম।এরপরে ধীরে ধীরে তার সাফল্যকে আমাদের আরো তার পাশে থাকার আনন্দ জাগায়।আগামীতে যতদূর পারবো তার সফলতার পিছনে সহযোগিতা করব। বাবা মার সেই সন্তান আরো এগিয়ে যাক এটাই চাইবো ।অন্যদিকে বাবা রতন রায় জানান গর্বের বিষয়ে আমার ছেলে এত সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে।

আগামী দিনে তার পাশে থাকবো এবং তার মনোবলকে আরো শক্তিশালী করে তার এই খেলার সফলতা এগিয়ে যাক এটাই কামনা করি। প্রসেনজিৎ রায় কোচ জানান এভাবে একটি শিশুদের প্রশিক্ষণ দিতে পেরে আমি গর্বিত তারা সফলতা এনে দিচ্ছে আগামী দিনে এভাবে গ্রামীণ এলাকার যে শিশুদের মধ্যে প্রতিভা রয়েছে তা প্রমাণ করে দিল দেবাশীষের রায়ের মত একজন ছোট্ট কিক বক্সিং খেলোয়াড় আগামী দিনে সে আরো সফলতা অর্জন করুক এটাই আশা করি।

Related posts

Leave a Comment