25 C
Kolkata
November 2, 2025
সাহিত্য

জীবন গাড়ি

মৃন্ময় ভট্টাচার্য

প্রতি জন্ম ও মৃত‍্যুর মাঝে
আঁকা বাঁকা পথ আছে নানা,
জীবনের গাড়ি চলে তাতে
দূর কত নেই কারো জানা।

সামনে যে কার পথে খাদ
কার পথ চূড়া চড়বার,
আগে থেকে না জানে তা কেউ
ঘোরে চাকা তবু বারবার।

যেইখানে পথ হয় শেষ
খাদ চূড়া মিশে একাকার
ফেলে রেখে জীবনের গাড়ি
অজানায় পাড়ি আরবার।

Related posts

Leave a Comment