28 C
Kolkata
August 3, 2025
রাজ্য

জিকড্ডার ভাংলালা ব্রিজ ডুবে যাওয়ায় কয়েক কিলোমিটার ঘুর পথে যেতে হবে এলাকার মানুষকে

কাতার ও কাঁদরের জলের চাপে ডুবে গেল গেল ঝিকড্ডার ভাংলালা ব্রিজ, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হলো ময়ূরেশ্বর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে মল্লারপুরের দিকে যাওয়ার পথ। মূলত খুব সহজেই কোটাসুর ও নারায়নঘাটি পার্শ্ববর্তী গ্রামের মানুষজন খুব সহজেই এই ব্রিজ হয়ে মল্লারপুর পৌঁছে যেতেন, তবে তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের পর সোমবার মধ্যরাতে ঝিকড্ডার কাছে কাতার ও কাঁদরের জল বেড়ে যাওয়ার কারণে ডুবে গেল ঝিকড্ডার ভাঙলালা ব্রিজ।

ঠিক একইভাবে ডুবেছে পার্শ্ববর্তী একাধিক চাষের জমি যার ফলে সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষজন সহ পার্শ্ববর্তী গ্রামের ও মানুষজন মঙ্গলবার সকাল ন’টা কুড়ি নাগাদ ব্রিজ টি ডুবে যাওয়ার চিত্র ধরা পরল নিউজ এর ক্যামেরায়। মূলত এই ব্রিজটি জলে ডুবে যাওয়ার কারণে কেষ্টনগর, সোঁজ, পাড়কাটা, মহুরাপুর, বান্ধহা, মিরপুর এলাকাবাসীর একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।

Related posts

Leave a Comment